Sunday, February 4, 2024

Income Tax: এখন আয়কর রিটার্ন করার প্রক্রিয়া সহজ হল, ই-ফাইলিং পোর্টালে এই সুবিধা পাওয়া যাবে


 

Income Tax: আয়কর রিটার্ন দাখিলের প্রক্রিয়া সহজ করার চেষ্টা করা হচ্ছে। আয়কর বিভাগ ইতিমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করছে, তবে চেষ্টা হচ্ছে AI এবং অন্যান্য প্রযুক্তির ব্যবহার যতটা সম্ভব বাড়ানোর যাতে করদাতাদেরও সুবিধা হয় এবং প্রশাসনের কাজও আরও দক্ষ হতে পারে।

সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস (CBDT) চেয়ারম্যান নিতিন গুপ্ত বলেছেন যে আয়কর প্রদানকারীদের সুবিধা বৃদ্ধি করা সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এবং এর জন্য ক্রমাগত প্রচেষ্টা অব্যাহত থাকবে।

এক কোটি আয়করদাতা স্বস্তি পাবেন

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন অন্তর্বর্তী বাজেট ২০২৪-২৫-এ একটি নির্দিষ্ট সময়ের মধ্যে আয়কর প্রদানকারীদের কাছ থেকে স্বল্প পরিমাণের জরিমানা বিভাগের দাবি বাতিল করার প্রস্তাব করেছিলেন। তিনি আরও বলেছিলেন যে এর ফলে এক কোটি আয়করদাতাকে স্বস্তি দেওয়া হবে।

কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে না

এই বিষয়ে, সিবিডিটি চেয়ারম্যান বলেছেন যে এই প্রক্রিয়াটি বেশ সহজ হবে এবং গুরুত্ব দেওয়া হবে যে এই ঘোষণাটি এমনভাবে বাস্তবায়িত হয়েছে যাতে আয়করদাতাদের কোনও কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে না হয়।

দশ হাজার টাকা পর্যন্ত এই ধরনের বকেয়া প্রত্যক্ষ কর দাবি ফেরত দেওয়া হবে

এই সংক্রান্ত সমস্ত তথ্য ই-ফাইলিং পোর্টালে দেওয়া হবে যাতে সংশ্লিষ্ট আয়করদাতাও তা দেখতে পারেন এবং কোনো বিষয়ে তার কোনো আপত্তি থাকলে তিনি তা সামনে আনতে পারেন। অর্থমন্ত্রী বলেছিলেন যে ২০০৯-১০ আর্থিক বছর পর্যন্ত ২৫,০০০ টাকা পর্যন্ত এবং ২০১০-১১ থেকে ২০১৪-১৫ সময়ের সাথে সম্পর্কিত ১০,০০০ টাকা পর্যন্ত বকেয়া প্রত্যক্ষ কর দাবি প্রত্যাহার করা হবে।

Alipore Zoo: বদলে গেল আলিপুর চিড়িয়াখানা খোলার নিয়ম, এবার সপ্তাহের এই দিন পুরোপুরি বন্ধ থাকবে গেট

 The gate of Alipore Zoo will be completely closed on this day of the week: শুধু কলকাতাবাসীর কাছেই নয়, আলিপুর চিড়িয়াখানা সারা পশ্চিমবঙ্গ এমনকি দেশের বিভিন্ন প্রান্তের মানুষদের কাছেও অত্যন্ত পছন্দের জায়গা। দেশের বিভিন্ন প্রান্তের মানুষরা এ দেশের বিশেষত আমাদের রাজ্যের দর্শনীয় স্থান গুলি পরিদর্শন করতে চাইলে তাদের তালিকাতে অবশ্যই থাকে কলকাতার বুকে অবস্থিত আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) নাম। সারা বছরই পরিবার, আত্মীয় পরিজন ও কাছের বন্ধুদের নিয়ে মানুষ ভিড় জমান চিড়িয়াখানাতে। বিশেষ করে শীতকালে চিড়িয়াখানাতে সাধারণ মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। প্রতি শীতেই পর্যটকদের ভিড়ে পূর্ণ হয়ে ওঠে চিড়িয়াখানা।



কলকাতায় দর্শনীয় স্থানের সংখ্যা প্রচুর। ছুটির দিন গুলিতে কলকাতার প্রতিটি দর্শনীয় স্থানেই প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এদিক থেকে পিছিয়ে নেই আলিপুর চিড়িয়াখানাও (Alipore Zoo)। দেশ বিদেশের বিভিন্ন রকম পশু পাখিকে কাছ থেকে দেখতে শিশুরা যেমন অত্যন্ত আনন্দ উপভোগ করে, ঠিক তেমনি বড় দের মধ্যেও আলাদা উন্মাদনা দেখা যায়। কলকাতার বুকে গাছ গাছালি ঘেরা পরিবেশে বন্য পশু পাখির কার্যকলাপ দেখতে এই কারণেই মুখিয়ে থাকেন সবাই।

এক স্থানে একসাথে অনেক রকম পশু পাখি দেখার পাশাপাশি প্রকৃতিকে উপভোগ করার অনবদ্য সুন্দর জায়গা হলো এই আলিপুর চিড়িয়াখানা। কি নেই এখানে। রয়েল বেঙ্গল টাইগার, সিংহ, হাতি, গন্ডার, জিরাফ, ময়ূর সহ নানা রকম পাখি সবই দেখতে পাওয়া যায় আলিপুর চিড়িয়াখানায় (Alipore Zoo)। একঘেয়ে কাজের মাঝে একদিন ছুটি পেলে অনেকেই পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ছুটি কাটাতে চলে যান এই চিড়িয়াখানায়।
তবে ১লা ফেব্রুয়ারি থেকে আলিপুর চিড়িয়াখানার নিয়মে বেশ কিছুটা বদল করা হলো। এবার থেকে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার করে বন্ধ থাকবে চিড়িয়াখানা। আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফ থেকে এই বিশেষ ঘোষণা করা হয়েছে। তবে এ কথাও বলা হয়েছে যে ওই দিন সরকারি ছুটি থাকলে এই নিয়ম কার্যকরী হবে না। আলিপুর চিড়িয়াখানার (Alipore Zoo) তরফ থেকে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে এই খবরটি জানানো হয়েছে। তবে ঠিক কি কারনে বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সুতরাং এবার থেকে নিজের পরিবার পরিজনকে নিয়ে চিড়িয়াখানায় ভ্রমণের উদ্দেশ্যে গেলে অবশ্যই বৃহস্পতিবার দিনটিকে এড়িয়ে চলবেন।

Fighter (2024) - Movie free download

  Fighter (2024) - Movie free download